নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বাবুর বাজার এলাকায় সিলেট থেকে জকিগঞ্জগামী সিলেট জ- ১১০৪৫২ যাত্রীবাহী বাসগাড়ী র্দুঘটনার শিকার হয়েছে। এতে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন অন্ততপক্ষে ২০/২৫ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলো জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশুকন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মৃত্যুর খবর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক আব্দুল্লাহ আল মেহেদী।
জানাগেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে জকিগঞ্জগামী বাসগাড়ী বাবুর বাজার এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন।
খরব পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে ওসি ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, ওসি তদন্ত সুশংকর পাল ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হান্নান ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, আহত হয়েছেন অন্ততপক্ষে ২০/২৫ জন। এরমধ্যে মারাত্মক আহত অবস্থায় ১২ জনকে সিলেটে প্রেরণ করা হয়েছে। নিহত হয়েছেন শিশুসহ ৩জন। গাড়ীর চালক কোথায় এ তথ্য এখনো পাচ্ছিনা। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনাটি ঘটেছে।
Leave a Reply