জকিগঞ্জে ৭ তীর জুয়াড়ী আটক, মোবাইলসহ টাকা জব্দ

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেটের নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় জকিগঞ্জে ৭ তীর জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার একদল পুলিশ নিয়ে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলো, পৌর এলাকার আলমনগর গ্রামের বসারত আলীর ছেলে আব্দুর রহমান (৩৫), খালপাড় গ্রামের উৎফুল রায়ের ছেলে দুলু রায় (৩২), আলমনগর গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল্লাহ আহমদ (২৭), আলমনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ আহমদ (২৫), আলমনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে আল আমিন (২৫), আনন্দপুর গ্রামের মৃত মইয়ব আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮), মির্জাচক গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে বকুল আহমদ (২৫)। আটকৃতদের দেহ তল্লাসি করে জুয়া খেলা সংশ্লিষ্ট ৪ টি মোবাইল সেট ও নগদ ১৫শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, সিলেটের নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশনায় অভিযান পরিচালনা করি। এর আগেও তীর জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিলাম। এতে জকিগঞ্জের জুয়া খেলা অনেকটা কমে গেছে। ভারতীয় জুয়া তীর খেলা র্নিমূল করতে আমি বদ্ধপরিকর।

প্রসঙ্গত, গত ২৬ জুন সিলেটের নবাগত পুলিশ সুপার ফরিদ উদ্দিন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ভারতীয় জুয়া খেলা বন্ধ করতে আশ্বাস দিয়েছিলেন। এ আশ্বাসের পরেই জকিগঞ্জে জুয়াড়ীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর