জকিগঞ্জ টুডে ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী বুধবার বিকেলে জকিগঞ্জে আওয়ামীলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
কৃষকলীগ জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সে মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) বেলাল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, উপজেলা কৃষকলীগের নেতা ডা. হোসেন রাজা, আফতাব আহমদ, ইউনিয়ন কৃষকলীগ নেতা ফাহিম আহমদ মেম্বার প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি হোসেন আহমদ, ডা. নজরুল ইসলাম ফারকী, সাংগঠনিক সম্পাদক কয়েস লোদী, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী শামসুদ্দিন, যুগ্ম সম্পাদক এম জাকির হোসেন মুকুল, পৌরসভা কৃষকলীগ সভাপতি কামরুল ইসলাম মিন্টু ফারুকী, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক কাউন্সিলর ময়নুল হক রাজু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, যুবলীগ নেতা শামীম আহমদ, কৃষকলীগ নেতা মেহেদী হেলাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের জন্য নিবেদিত পরিচ্ছন্ন রাজনীতিদি মোমিন চৌধুরীকে নৌকা প্রতীক দেয়া হলে নৌকার বিজয় সুনিশ্চিত বলে বক্তারা দাবী করেন।
Leave a Reply