জকিগঞ্জের কাউন্সিলর শাকিলকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার

জকিগঞ্জ টুডে ডেস্ক:: গত চারদিন আগে নিখোজ হওয়া জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে হাত পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় মঙ্গলাবার ভোর ৬টার দিকে ব্রাম্মণবাড়িয়ার সরাইল থানা এলাকা থেকে উদ্ধার করেছে সরারইল থানা পুলিশ। পরে তাকে সরাইল সরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয় থানা পুলিশ।

গত চারদিন আগে কাউন্সিলর শাকিল বাড়ী ফেরার পথে নিখোঁজ হন। এ ঘটনায় কাউন্সিলরের বড় ভাই নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, সরাইল থানার আওতাধীন একটি এলাকা থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামীর নেতৃত্বে একদল পুলিশ সরাইল থানায় গিয়েছেন কাউন্সিলর শাকিলকে সরাইল থেকে জকিগঞ্জে আনতে। জকিগঞ্জে আনার পর জানা যাবে কারা তাকে নিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর