জকিগঞ্জ টুডে ডেস্ক:: দুই দিনেও খোঁজ মেলেনি জকিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন তাপাদার শাকিলের। শুক্রবার রাতে জকিগঞ্জ বাজার হইতে তার গ্রামের বাড়ী গন্ধদত্ত কান্দিবাড়ী যাওয়ার পথে নিখোঁজ হন শাকিল। শনিবার সকালের দিকে শাকিলের নিখোঁজের বিষয়টি বুঝতে পেরে তার বড় ভাই আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন।
কাউন্সিলর শাকিলের বড় ভাই নজরুল ইসলাম জানান, শনিবার রাতে শাকিলের মোবাইল থেকে অজ্ঞাত কারা ফোন করে টাকা দাবী করছে কিন্তু এরপর থেকে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে, কাউন্সিলার শাকিলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে, ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবীতে রবিবার সন্ধ্যায় জকিগঞ্জ শহরে মানববন্ধন করেছে পৌর নাগরিক, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এরআগে সকালে গ্রামবাসীর ব্যানারে ওয়ার্ডের লোকজন মানবন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
এ ব্যাপারে জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন বলেন, কাউন্সিলর শাকিল নিখোঁজ হওয়ার ঘটনাটি মর্মান্তিক। তাকে উদ্ধারে প্রশাসনের তৎপরতা বাড়ানো প্রয়োজন।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, কাউন্সিলর শাকিলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply