জকিগঞ্জের সেই জামায়াত শিবির নেতারা জেলহাজতে

জকিগঞ্জ টুডে ডেস্ক:: গোপন বৈঠক থেকে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা জামায়াত-শিবিরের আটক হওয়া ৬ নেতাকে জেলহাজতে প্রেরণ করেছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ খাইরুল আমিন।

রবিবার রবিবার রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে এসআই কল্লোল গোম্বামীসহ একদল পুলিশ কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটে অভিযান চালিয়ে গোপন বৈঠকব থেকে জকিগঞ্জ ও কানাইঘাট জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে। এ সময় বিপুল পরিমান উগ্র জিহাদী বই ও দেশী অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার তাদেরকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ হাজির করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ওসি হাবিবুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

জেলহাজতে যাওয়া নেতাকর্মীরা হলেন, কানাইঘাট উপজেলার দোয়ারীমাটির আব্দুল্লাহর ছেলে ও জকিগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মামুনুর রশিদ মামুন (২৫), কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ির মৃত আফতাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৪), কানাইঘাট উপজেলার বীরদল গ্রামের মুহিবুর রহমানের ছেলে তোফায়েল আহমদ (২৩), কানাইঘাট উপজেলার জয়পুরগ্রামের আব্দুর রহমানের ছেলে ফারুক আহমদ (৩০), কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামিল আহমদ (২৫), জকিগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মুদরিছ আলীর ছেলে মাহবুব আহমদ (২৩)।

জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোম্বামী জানান, কালিগঞ্জ বাজারের সোবহানিয়া মার্কেটে শিবিরের কার্যালয়ে জকিগঞ্জ-কানাইঘাট জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী নাশকতরা লক্ষে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা নাশকতা করতে গোপনা বৈঠক করছিলেন বলে পুলিশের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর