এমসি কলেজ সংবাদদাতা:: বসন্তের নব প্রাতে সবার হৃদয়কে রাঙাতে সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনে’র উদ্যোগে ৩রা ফাল্গুন বৃহস্পতিবার আয়োজন করছে মনোমুগ্ধকর “মোহনা বসন্ত উৎসব-১৪২৪”।
প্রতিবারের ধারা অব্যাহত রেখে এবারের অনুষ্ঠানেও থাকছে দিনভর বিনোদনধর্মী অনুষ্ঠান। ১৫ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় শুরু হবে বসন্ত উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের অনুষ্ঠান মালায় রয়েছে দলীয় সংগীত(কোরাস), একক সংগীত, দ্বৈত সংগীত, গীতিনৃত্য, দলীয় নৃত্য, ফিউশন ধর্মী নাচ ও গান,আরও রয়েছে মজাদার টকশো, দমফাটানো হাসির কৌতুক পর্ব, খন্ড নাটক, আঞ্চলিক বিতর্ক, বিশেষ কোরিওগ্রাফি, ফ্যাশন শো এবং কলেজের সহযোগী সংগঠনগুলো পরিবেশন করবে।
উল্লেখ্য যে, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজে ২০১৩ সালে সর্বপ্রথম বসন্ত উৎসবের আয়োজন করেছিল মোহনা সাংস্কৃতিক সংগঠন।সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়াসে টানা ষষ্ঠ বারের মত বসন্ত উৎসবের আয়োজন করেছে এবারও।
Leave a Reply