দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা ঘোষণার পর সিলেট নগরীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ শুরু হয়েছে।
বৃহস্পতিবার নগরীর বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনাস্থল থেকে জানান, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পরপরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
১০/১২ জনের মতো আহত হয়েছে বললেও তাদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।
খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দশ বছর করে কারাদণ্ড।
সেই সঙ্গে তাদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।
Leave a Reply