সিলেট ব্যুরো:: সত্যের সন্ধানে নির্ভিক দৈনিক যুগান্তর ১৯ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সিলেটে ব্যুরোর উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা র্যালী শেষ হয় সিলেট ব্যুরোতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে নগরীর জিন্দাবাজারস্থ যুগান্তরের ব্লু ওয়াটারস্থ সিলেট ব্যুরো অফিসে কেক কেটে উদযাপন করা হয় দেড়যুগ পূর্তি অনুষ্ঠানের। উভয় অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আহাদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ভবতোষ বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সভাপতি শামসুল আলম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনির, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মোকাদ্দেস বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন শিহাব, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, সিলেট বিভাগ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, সাধারণ সম্পাদক শংকর দাশ,
ইমজার সাবেক সাধারণ সম্পাদক আলীম শাহ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা, যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সমন্বয়কারী প্রণবকান্তি দেব, সাংবাদিক দিগেন সিংহ, আহমেদ সেলিম, সাইমুম আনজুম ইভান, প্রত্যুষ তালুকদার, আশরাফুল কবীর, আশকার আমীন রাব্বি, আব্দুল আহাদ, ইকবাল মুন্সি, ইউসুফ আলী, ইয়াহইয়া মারুফ, শহিদুল ইসলাম, আকরাম হোসেন, যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, যুগান্তর স্বজন সমাবেশের সুমন রায়, আশরাফুল ইসলাম অনি, কুলসুমা বেগম, সুবিনয় আচার্য, শাওন আহমদ, বুরহান উদ্দিন, সুলতান হোসেন চৌধুরী, রীতা হাসান, অর্পণা ভৌমিক, নিহাম, উত্তম, মো. আলমঙ্গীর আলম, রঞ্জন সিংহ, রুবেল আহমদ, সুমন আহমদ।
আগত অতিথিদের স্বাগত জানান দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু ও ফটোগ্রাফার মামুন হাসান।
Leave a Reply