জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জে মিথ্যা স্বাক্ষী দেয়ার অপরাধে দুইজনকে ৭ দিন করে সশ্রম কারাদন্ড দিয়েছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে এ কারাদন্ড প্রদান করা হয়।
আদালতের একটি সূত্র জকিগঞ্জ টুডে-কে এ তথ্য নিশ্চিত করে জানায়, জকিগঞ্জ বাজারের প্রয়াত হোটেল ব্যবসায়ী কামাল আহমদ বিগত বছরে জিআর ১০৩/১৭ মামলা করেন। বৃহস্পতিবার এ মামলায় মিথ্যা স্বাক্ষী দেয়ার অপরাধে মাইজকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (৩৩), ডিগ্রী গ্রামের আব্দুল মুতলিবের ছেলে আব্দুল মজিদ (২৫) কে ১৯৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিন করে সশ্রম কারাদন্ড দেন বিচারক মোহাম্মদ খাইরুল আমিন।
Leave a Reply