-
- বিনোদন
- প্রকাশিত হলো দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’ ট্রেলার
- আপডেট টাইম : November, 25, 2017, 7:05 pm
- 859 বার
আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা। আজ প্রকাশিত হলো ছবিটির ট্রেলার।
ছবিতে শাহরিয়াজ, তমা মির্জা, শিপন ছাড়া আরো অভিনয় করেছেন শিমুল খান, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, জাদু আজাদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে লাইভ এন্টারটেইনমেন্ট।
৩ মিনিটের বড় ট্রেলারে ত্রিভুজ প্রেম, দ্বন্দ্ব, অ্যাকশন, নায়লা নাঈমের আইটেম গান এবং রোমান্টিক গল্প-সবকিছুকেই তুলে ধরেছেন দেবাশীষ বিশ্বাস।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, আগামী ৮ ডিসেম্বর আমরা ছবিটি মুক্তির জন্য দিন নির্ধারণ করেছি। সেই অনুযায়ী ছবির প্রচারণা শুরু করেছি। আমি মনে করি ছবির প্রচারণার বিষয়টি অনেক জরুরি। সেই হিসেবে আমরা পরিকল্পনা করছি।
আরো খবর
Leave a Reply