নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক শুভ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রহমত আলী হেলালীর মা একলেমুনন্নেসা তরফদার (৬৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা রাত ৭ টার দিকে তিনি কামালপুর গ্রামের বাড়ীতে স্ট্রোক করে ইন্তেকাল করেন বলে জানিয়েছেন সাংবাদিক রহমত আলী হেলালী।
মৃত্যুকালে তাঁর ৩ ছেলে ও ৪ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রয়েছেন। জানাযার নামাজ মঙ্গলবার বেলা ২টার সময় কামালপুর শাহী প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর কামালপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক রহমত আলী হেলালীর মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, সহ সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সাবেক সহ সভাপতি আল মামুন, সাংবাদিক এনামুল হক মুন্না, রিপন আহমদ, আল হাছিব তাপাদার, সংবাদকর্মী মেহেদী হেলাল, ওমর ফারুক প্রমূখ। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমা একলেমুনন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply