জকিগঞ্জ টুডে ডেস্ক:: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের প্রাক্তন সদস্য নিলাম্বরপুর গ্রামের সমাজসেবী ফখরুল ইসলাম চৌধুরী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আছর বালাউট শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ফখরুল চৌধুরী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রয়েছেন।
জানাযার নামাজে অংশ নিতে ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
Leave a Reply