জকিগঞ্জে নদীতে কমছে পানি, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নিম্নাঞ্চলে মারাত্মক দুর্ভোগ

জকিগঞ্জে নদীতে কমছে পানি, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নিম্নাঞ্চলে মারাত্মক দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় দুইলাখ মানুষ পানিবন্দি রয়েছেন। এ পর্যন্ত ১১০ মেট্রিক টন চাল, নগদ সাড়ে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ৫৬টি আশ্রয়কেন্দ্রে ৮০১টি পরিবারের ৩ হাজার ৪৫৬জন লোক আশ্রয় নিয়েছেন। তাছাড়াও আশ্রয়কেন্দ্রে ৭৯টি গরু ও ৪৯টি ছাগল রয়েছে। বন্যায় বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে যোগাযোগ সড়ক শেওলা-জকিগঞ্জ ও আটগ্রাম সড়ক। তলিয়ে গেছে জকিগঞ্জ-সিলেট প্রধান সড়কও। জকিগঞ্জ-সিলেট প্রধান সড়ক দিয়ে বড় যানবাহন কিছুটা চলাচল করতে পারলেও শেওলা-জকিগঞ্জ ও আটগ্রাম সড়ক পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরমা-কুশিয়ারা নদীতে পানি কিছুটা কমলেও লোকালয়ে পানি এখনো বাড়ছে। গ্রামঞ্চলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলায় প্রায় ৫০টি ভাঙন দিয়ে বন্যার পানি প্রবেশ করছে। সময় সময় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সরকারী-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও যাতায়াত সমস্যার কারণে নিম্নাঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছেনা। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি।

ভিডিও দেখুন এই লিংকে ‘জকিগঞ্জ আই টিভি’

সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন এলাকার ভাঙন দিয়ে এখনো দ্রæত গতিতে পানি ঢুকছে। এতে মানুষের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে। বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের কষ্টের শেষ নেই। বিশেষ করে হাওরঞ্চলের মানুষ মারাত্মক সংকটে আছেন। অনেক এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে নলকূপগুলো। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকটও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান জানান, জকিগঞ্জে প্রায় দুইলাখ মানুষ পানিবন্দি হয়েছেন। সময় সময় সংখ্যাটা বাড়বে। পানিবন্দি লোকজনকে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ত্রাণ দেয়া অব্যাহত আছে। দুএকদিনের মধ্যে বন্যার্তদের জন্য বড়ধরণের বরাদ্দ আসবে। সেটাও ইউপি চেয়ারম্যানগণ বন্টন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর