জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে পুরো উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাস পরিস্থিতিতে জকিগঞ্জে লকডাউনে থাকা অসহায় মানুষের মধ্যে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রায় ২ হাজার মানুষের কাছে এ ত্রাণসামগ্রী পৌছে দেয়া হয়।

ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে দুপুরের দিকে জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিনিধি সাংবাদিক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির অনুভূতি প্রকাশ করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক নির্বাচন কমিশনার ও জকিগঞ্জ আই টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক কেফায়াত কিবরিয়া, আওয়ামীলীগ নেতা মাওলানা আফতাব আহমদ, আব্দুর রহমান, আব্দুস সবুর তাপাদার প্রমূখ।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে অতিথিরা বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আমাদের প্রবাসীরাও কঠিন সময় পার করছেন। বাংলাদেশী তথা জকিগঞ্জী অনেক লোকজন ব্রিটেনসহ বিভিন্ন দেশে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরও নাড়ির টানে কঠিন পরিস্থিতিতে তাঁরা এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিতরণের যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অবশ্যই প্রশংসিত। প্রবাসীরা যতই বিপদে থাকুক দেশ তথা এলাকার মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসে। অতীতেও এলাকার দূর্যোগে এগিয়ে এসেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। আগামি দিনেও এলাকার মানুষের যেকোন বিপদে প্রবাসীরা পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর