জকিগঞ্জে ১২৫ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাস মোকাবেলায় দোকানপাট বন্ধ হওয়ার কারণে বেকার হয়ে যাওয়া ১২৫ পরিবারের মধ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জকিগঞ্জ টুডেকে জানিয়েছেন, শনিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ১২৫টি পরিবারে বিতরণ করা হবে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, আধা কেজি লবন। রবিবার থেকে প্যাকেটের মধ্যে সাবানও থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে বলেন, করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া সকল পরিবারেই খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেষ্ঠা করতেছি। সরকারের নির্দেশনা পাওয়ামাত্র এ পদক্ষেপ বাস্তবায়ন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর