নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে জকিগঞ্জে ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী। এরা অধিকাংশই বিদেশ ফেরত বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদী জানান, জকিগঞ্জে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের আইসোলেউশন ওয়ার্ডে এখনো কোনো রোগী ভর্তি হয়নি।
তিনি আরো জানান, বর্তমানে স্বাস্থ্য বিভাগ উপজেলায় সার্বক্ষণিক মনিটরিং করছে। নতুন করে কেউ বিদেশ থেকে আসলে বা কারো জ্বর, সর্দি দেখা দিলে দ্রæত আমরা তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছি। হোম কোয়ারেন্টাইন থেকে কেউ যেনো বাইরে ঘোরাফেরা না করতে পারে সেদিকেও আমরা লক্ষ রাখছি।
তিনি বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বাইরে বের হওয়া ঠিক হবেনা। সবাই অধিক সচেতন হতে হবে। আশঙ্কা করা হচ্ছে জকিগঞ্জে মারাত্মক আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সাধারণ মানুষ সর্তক ও সচেতন থাকতে তিনি পরামর্শ দেন।
Leave a Reply