কেছরী বিল উপ প্রকল্পের ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি, চাষের আওতায় আসবে ৪৫০ হেক্টর জমি

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় কেছরী বিল উপ প্রকল্পের ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জকিগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এলজিইডি সিলেট, জকিগঞ্জ পৌরসভা-জকিগঞ্জ ইউনিয়ন-খলাছড়া ইউনিয়ন ও কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মধ্যে এ চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে কেছরী বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মুসলেহ উদ্দিন সুহেলের সভাপতিত্বে ও সংগঠক ফয়েজ আহমদের পরিচালনায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, প্রকল্পের মান নিয়ন্ত্রন কর্মকর্তা আবু তৈয়ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, প্রকল্পের সহকারি পানি সম্পদ প্রকৌশলী তানজিদ আহমদ, প্রকল্পলের সমাজ বিজ্ঞানী শফিকুর রহমান, কৃষি ফ্যাসিলিটেটর অরুপ রতন নাথ, মৎস্য ফ্যাসিলিটিটর আলমগীর হোসেন, তথ্য সহকারি রিক্তা রাণী সরকার, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল।

বক্তারা বলেন, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে এলজিইডি সিলেট জকিগঞ্জে কেছরী উপ-সেচ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০০৭ সালে এ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। কৃষি ও মৎস্য সম্পদ বৃদ্ধির মাধ্যমে দরিদ্রতা হ্রাস এ প্রকল্পের লক্ষ্য। এ প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ৯ লক্ষ ৯৮ হাজার ৪শ ৩৫ টাকা ইতিমধ্যে ব্যাংকে এফডিআর করা হয়েছে। এ প্রকল্পে ২২ টি গ্রামের ৪৫০ হেক্টর জমি চাষের আওতায় আসবে এবং পাঁচ সহ¯্রাধিক মানুষ উপকৃত হবে। স্থানীয়দের অংশগ্রহণে প্রকল্পটি যথাযথ বাস্তবায়িত হলে এলাকার কৃষি ও কৃষকদের জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর