জেনে নিন ইন্টারভিউ বোর্ডের কয়েকটি প্রশ্ন

চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকতে আপনি যদি ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুতির শেষ পর্যায়ে থাকেন তবে তার সাথে কিছু তীর ধনুকই বা কেনো ঝোলায় রাখবেননা? নিচের প্রশ্নগুলোকে পারিপার্শ্বিক প্রস্তুতির সাথে একই সরল রেখায় রেখে নিজের জীবনের সাথে মিলিয়ে সর্বোত্তম উত্তরটা জেনে রাখুন। বলা তো যায় না কখন কোন ধনুকে শিকার সফল হয়ে যায়। দিন শেষে আমরা সবাই বিজয়ীর হাসি হাসতে চাই। আর সেই হাসিটা যদি হয় চাকরি নামের সোনার হরিণ পাওয়ার হাসি, তাহলে তো কথাই নেই।
আপনারা যারা এরইমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়েছেন, তারা এই প্রশ্নগুলির মুখোমুখি হয়েই এসেছেন। আর যারা এখনো ইন্টারভিউ দেননি, চাকরি পেতে চাইলে আজ কিংবা কাল ভাইভা বোর্ডের মুখোমুখি হতেই হবে। আশা করছি এই সবগুলো প্রশ্নই আপনাদের কাজে লাগবে। ভাইভা বোর্ডে সাধারণত যেসব প্রশ্ন করা হয় তার মধ্য থেকে চল্লিশটি প্রশ্ন এখানে দেওয়া হলো। চলুন জেনে নেওয়া যাক ভাইভা বোর্ডে আপনি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন।

 

১। নিজের সম্পর্কে কিছু বলুন?
২। আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
৩। আপনার নিজের  স্ট্রেন্থ/ উইকনেসগুলো কি কি বলে মনে করেন?
৪। আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
৫। আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
৬। হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
৭। চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
৮। ভ্রমন করাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর