জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় মাদ্রাসার চাইতে স্কুল এগিয়ে

জকিগঞ্জ টুডে ডেস্ক:: এসএসসি ও দাখিলের ফলাফলে জকিগঞ্জে মাদ্রসার চাইতে স্কুল এগিয়ে রয়েছে। জকিগঞ্জে এবার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসিতে ২ হাজার ৮শ ৬৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে উর্ত্তিণ হয়েছেন ১ হাজার ৮ শ ৫৮ জন। দাখিল পরীক্ষায় উপজেলার ২১টি মাদ্রাসা থেকে ৬শ ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উর্ত্তিণ হয়েছেন ৩শ ৭৭জন শিক্ষার্থী। এসএসসিতে পাশের হার ৬৪.৭৮%, জিপিএ-৫ পেয়েছেন ১২ জন ও দাখিলে পাশের হার ৪৪. ৩৫%, জিপিএ-৫ নেই।

জকিগঞ্জের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসির প্রাপ্ত ফলাফল: গুরুসদয় উচ্চ বিদ্যালয় ৮৭.৫০%, জিপিএ-৫ দুইজন পেয়েছেন। জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ৭৫.৫৪%, জিপিএ-৫ দুইজন পেয়েছেন, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৮৫.৩২%, ইছামতি উচ্চ বিদ্যালয় ৮০.৯৫%, জিপিএ-৫ একজন পেয়েছেন। মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় ৭৫.৫৮%। জোবেদ আলী উচ্চ বিদ্যালয় ৭৪.১০%, শাহবাগ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৭৩.৬১%, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয় ৭২.৬৩%, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন ৬১.৫৪%, জকিগঞ্জ গার্লস হাই স্কুল ৬৮.২৫%, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়৬৩.৫২%, গনীপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ ৬২.৫৬%, জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন, গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী ৬১.৯০%, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ৫৮.২৭%, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় ৫৬.৮৬%, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ৫৪.৫৫%, আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতন ৫০.৯১%, শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয় ৫০.৬৩%, লুৎফুর রহমান হাই স্কুল এন্ড কলেজ ৫০%, সোনাসার মাধ্যমিক বিদ্যালয় ৪৩.০১%, ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন ৪২.৫৪%, এম আর মজুমদার বিদ্যানিকেতন ৫৭.৮৯%, জিপিএ-৫ একজন পেয়েছেন, সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল ৯২.৬৮%, জিপিএ-৫ একজন পেয়েছেন।

এসএসসির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টর সহকারি সচিব শুভ্র কান্তি দাস চন্দন ও দাখিলের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর