 
            
                                                                     নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে ভারতীয় ১১৫ বোতল বিদেশী মদসহ গৌরাঙ্গ বিশ্বাস (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কেরাইয়া টুকের বাজার এলাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সার্বিক তত্তাবধানে এসআই সামসুল হক সুমন ও এএসআই স্বপন কুমার দাস ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাস সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে গৌরাঙ্গসহ সালেহ আহমদ নামের অপর আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সিলেটের জকিগঞ্জে ভারতীয় ১১৫ বোতল বিদেশী মদসহ গৌরাঙ্গ বিশ্বাস (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কেরাইয়া টুকের বাজার এলাকায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর সার্বিক তত্তাবধানে এসআই সামসুল হক সুমন ও এএসআই স্বপন কুমার দাস ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাস সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে গৌরাঙ্গসহ সালেহ আহমদ নামের অপর আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারকৃত গৌরাঙ্গ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশের দাবী, গৌরাঙ্গ বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন। তার বিরুদ্ধে মোট তিনটি মাদক মামলা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, খলাছড়া ইউনিয়নের সালেহ আহমদ নামের একজনের কাছ থেকে মাদক কিনে বিক্রি করে।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, মাদক উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply