নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এম জাকির হোসাইনের নির্দেশে জকিগঞ্জে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের ঘোষিত উপজেলা পরিষদ দিবস উদযাপন করেছেন।
সোমবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ শহরস্থ জাতীয় পার্টির কার্যালয়ে পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সাবেক আহবায়ক শাহ আলমের পরিচালনায় দিবসটি উদযাপিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য ও জেলা যুব সংহতির সদস্য আব্দুল আহাদ, জাপা নেতা লুৎফুর রহমান মেম্বার, পৌরসভা যুব সংহতির আহবায়ক মাসুম আহমদ, সদস্য সচিব এনাম আহমদ, যুগ্ম আহবায়ক শামিম আহমদ, জাপা নেতা ইসলাম উদ্দিন, পানু মিয়া, পৌরসভা ছাত্র সমাজের সাবেক আহবায়ক ময়নুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাঁচগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল ইসলাম। পরে শিরনী বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মহকুমাগুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগসহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছিলেন। স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এ দেশের বৃহত্তর মেহনতি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেন। যা এরশাদ সরকারের একটি বৈপ্লবিক পদক্ষেপ। বক্তারা উপজেলা পরিষদ আইন পুরোপুরি বাস্তবায়ন করতে আহবান জানান।
Leave a Reply