জকিগঞ্জে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের উদ্যোগে ৯ প্রবাসীকে সংবর্ধনা প্রদান

জকিগঞ্জে মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের উদ্যোগে ৯ প্রবাসীকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে তৈমুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্রিটেনের কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনের উদ্যোগে নয়জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার শাহগলীর তৈমুন্নেছা কিন্ডার গার্টেনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীদের প্রেরিত অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকা বেগবান হচ্ছে। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। দেশের প্রতি টান ও ভালোবাসা সবারই থাকে। কিন্তু প্রবাসীরা সেই টান-ভালোবাসা, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পাড়ি দেন বিদেশে। তাদের উপার্জনের ওপর নির্ভর করে দেশে থাকা পরিবারের ভরণপোষণ। সবসময়ই তারা সাধ্যমতো হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রবাসীদেরকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেবা চালু রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রæততর গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। যার যার অবস্থান থেকে দেশকে মুক্তিযুদ্ধাদেরকে সাহায্য করেছেন। বিশ্বের দরবারে কোন জাতি সহজে স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু বাঙালী জাতি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কম দিনের মধ্যে পাক হানাদার মুক্ত করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে লাল সবুজের পতাকা উড়িয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা সাহায্য করেছেন বলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এই লিংকে জকিগঞ্জ আই টিভি

সংবর্ধনা অনুষ্ঠানে তৈমুন্নেছা কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল আব্দুছ ছালামের সভাপতিত্বে ও সাংবাদিক এখলাছুর রহমান এবং শিক্ষক দেলওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত প্রবাসী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুল হোসেন মধু মিয়া, আব্দুল গণি, আকরম আলী, মোঃ শাহিন আহমদ, কাওছার আহমদ চৌধুরী, মখলিছুর রহমান দুদু মিয়া, গিয়াস আহমদ মজুমদার, রাজা মিয়া, শেখ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন, ছদিওল ইকবাল, তাজুল ইসলাম চৌধুরী স্বপন, ফয়জুল চৌধুরী, বুরহান উদ্দিন, নুরুল হক খান, শেখ আব্দুল করিম, নুরুল ইসলাম সুহেল, সাংবাদিক আল হাছিব তাপাদার, হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর চৌধুরী, ছদিওল হোসেন প্রমুখ। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক পর্ব। শিক্ষার্থীরা দেশাত্ববোধক ও জারি গান পরিবেশন এবং নিত্য করে অতিথিবৃন্দকে আকৃষ্ট করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন ও ক্রেস্ট প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজ করেন অতিথিবৃন্দ।

অন্যদিকে এরআগে বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বক্তব্যে দেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তৈমুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্রিটেনের কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন। অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর