জকিগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে ৭ মামলায় জরিমানা, ত্রাণের তালিকা প্রস্তুত হচ্ছে: ইউএনও

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে জকিগঞ্জে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার এবং সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস পৃথকভাবে পুলিশ-বিজিবি নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৭ মামলায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা করে আদায় করেন।

এদিকে, কঠোর লকডাউনের কারণে অনেক ছোট ব্যবসায়ী জীবিকা নিয়ে চরম দু:শ্চিন্তায় পড়েছেন। দোকানপাঠ বন্ধ করে ও দিনমজুরী কাজ হারিয়ে অনেকটা ঘরবন্দি রয়েছেন। কিন্তু এখনো সরকারি কোন ত্রাণ পাননি বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ প্রসঙ্গে জানিয়েছেন, লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজনের জন্য বরাদ্ধ এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ তালিকা প্রস্তুত করতেছে। উপজেলা প্রশাসনও সেদিকে খেয়াল রাখছে। তাছাড়াও ৩৩৩ নাম্বারে কল করে যারা খাদ্য সহায়তা চাচ্ছেন তাদেরকেও যাচাই বাছাই করে ১ হাজার টাকার একেকটি প্যাক দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর