জকিগঞ্জে কামাল হত্যার দায়ে জাকিরের মৃত্যুদন্ড

জকিগঞ্জ টুডে ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই বছর আগে হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে তার ছোট ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মৃত্যুদন্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানও করেছেন আদালত। রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরী গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে।

মামলার বরাত দিয়ে সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎভাই জাকির হোসেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল কামাল হোসেনের মেয়ে জিনানুল জান্নাত নিহা। হত্যাকান্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদি হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১২ মে জাকিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারকাজ শুরু হয়। স্বাক্ষী প্রমান শেষে আদালত রবিবার জাকির হোসেনের ফাঁসি ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষনা করেন। মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর