জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের টিউবওয়েলের পাইপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান মিলেছে। সোমবার বারহাল ইউপির খিলোগ্রামে খিলোগ্রামের ৪০ঘর এলাকার পটল মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের সময় পাইপ ১৪০ ফুট গভীরে যাবার পর বিকট শব্দ করে প্রবল বেগে গ্যাস উঠতে শুরু হয়েছে। এতে এলাকার লোকজনের মধ্যে আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে উৎসুক জনতা ভীড় জমাচ্ছে।
বিকলে ৫ টায় এ সংবাদ লেখা পর্যন্ত জানাগেছে, গ্যাস বন্ধ করার জন্য লোকজন স্থানীয়রা বালুর বস্তা, ইটের টুকরো দিয়ে পাইপের ছিদ্র বন্ধ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কোনভাবেই তা সম্ভব হচ্ছেনা। গ্যাস উঠা অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জকিগঞ্জ থানার ওসিকে জানিয়েছেন। তবে বিকেল পর্যন্ত প্রশাসনের কেউ সরেজমিন পরিদর্শনে যাননি।
বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জকিগঞ্জ টুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, টিউবওয়েল স্থাপনের সময় গ্যাস উঠা শুরু হয়। স্থানীয়রা গ্যাস উঠা বন্ধ করতে চেষ্ঠা চালাচ্ছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. নাহিদুল করিমের সাথে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
Leave a Reply