জকিগঞ্জ টুডে ডেস্ক:: কাল রবিবার ২৪ ডিসেম্বর রতনগঞ্জের বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব। বয়ান পেশ করবেন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান ছাহেব, হযরত আল্লামা সায়্যিদ খালেদ আহমদ মাদানী ছাহেব, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক হযরত আল্লামা কবি রুহুল আমিন খান, আল্লামা সায়্যিদ রুহুল আমিন ছাহেব, আল্লামা আব্দুশ শাকুর চৌধুরী ফুলতলী, আল্লামা এ. কে. এম. মনোওর আলী ছাহেব, আল্লামা আবু নছর জিহাদি ছাহেব, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী ছাহেবসহ উলামাগন উপস্থিত থাকবেন।
Leave a Reply