নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের চার বিভাগে আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার) থেকে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। এরই মধ্যে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর দুপুর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে তাপমাত্রা কমে এসেছে। বাড়ছে শীতের তীব্রতা। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার পশ্চিম-দণিপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার পশ্চিম-দণিপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দণি-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫৫ কিলোমিটার দণি-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টিও অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম আমাদের সময়কে জানান, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত রবিবারও অব্যাহত থাকবে। এদিকে বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে পণ্যবোঝাই খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্দরের হারবার বিভাগের অপারেটর মো. শাহজাহানের সঙ্গে কথা বলে জানা যায়, নিম্নচাপের ফলে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, যার কারণে বন্দরে অবস্থানরত গম, চাল, কয়লা, সার, কিংকার ও কনটেইনারবাহী ৩০টি জাহাজ থেকে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে। তবে গতকাল রাতে আটটি খাদ্যশস্যবাহী জাহাজে পণ্য ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ ছিল।
Leave a Reply