‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করার বিষয়ে রুল শুনানির জন্য আগামী বছরের ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। পাশাপাশি এই সময়ের মধ্যে রিটের বিষয়ে রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য থাকলে তাও আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ দিন ধার্য করেন।
গত ৩ ডিসেম্বর ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় জনস্বার্থে একটি রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ। পরদিন ওই রিটে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।
রুলে জয় বাংলাকে জাতীয় স্লোগান ও মূলমন্ত্র ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ৭২ ঘন্টার মধ্য্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।
পরে আদালত এ বিষয়ে ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। আদালতে রোববার রিট আবেদনের পক্ষে বশির আহমেদ নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
Leave a Reply