পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকে এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আল্লাহ যাকে বিশেষ রহমতে ঢেকে নেন সে ব্যতিত। মু‘মিন ব্যক্তিগন এমন একদিনের সাক্ষাত পাবেন যেদিনের পর আল্লাহ তা‘আলা বান্দাদের উপর অসস্তুষ্ট হবেন না ।
এ সর্ম্পকে হাদীসে এসেছে, হযরত আবূ সাঈদ খুদরী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, জান্নাতী লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীগণ! তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা আপনার নিকটে উপস্থিত আছি।
সমস্ত কল্যাণ আপনারই হাতে। অতঃপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তর দেবে, হে আমাদের প্রতিপালক! কেন আমরা সন্তুষ্ট হবো না? অথচ আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছিল যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম জিনিস দান করব না? তারা বলবে, হে রব! এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? অতঃপর আল্লাহ বলবেনঃ আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবতরণ (স্থাপন) করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হবো না। মুসলিম হাদীস নং ৬৮৭৮।
Leave a Reply