সিলেট-৫ আসন: আ.লীগের বিপরীতে বদর কমান্ডার ফরিদ উদ্দিন

ডেস্ক:: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ‘আলবদর বাহিনীর কমান্ডার’ ছিলেন বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাসুক উদ্দিন আহমদ।

অন্যদিকে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক সাংসদ ফরিদ উদ্দিন চৌধুরী ২০ দলীয় জোট থেকে প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে মাসুক উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি এমসি কলেজে বিএ পাস কোর্সে পড়তাম আর ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন বাংলা অনার্সের শিক্ষার্থী। যুদ্ধ শুরু হলে আমি ভারতে গিয়ে প্রশিক্ষণ নিই। পরে বিভিন্ন স্থানে যুদ্ধ করি, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম।’

তিনি বলেন, ‘ফরিদ তখন সিলেট শহরতলির খাদিমে বদর বাহিনীর হেডকোয়ার্টারে যোগ দেন। তিনি আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর কয়েক বছর আত্মগোপনেও ছিলেন।’

মাসুক উদ্দিন আরও বলেন, ‘সিলেট-৫ আসনে আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পেলে এবং বিপরীতে জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী প্রার্থী হলে নির্বাচনে মুক্তিযোদ্ধা কমান্ডার ও আলবদর কমান্ডারের মধ্যে লড়াই হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর