আজ দেশের আকাশে কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে শুরু হবে হিজরি মাসটি। ফলে ঈদ-ই মিলাদুন্নবি পালিত হবে আগামী ২রা ডিসেম্বর। আজ রোববার সন্ধ্যায় ধর্ম সচিব আনিসুর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদ-ই মিলাদুন্নবির তারিখ নির্ধারণ হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
Leave a Reply