-
- জাতীয়
- ‘ধর্ষণ’ মামলায় ৩য় শ্রেণির ছাত্র গ্রেফতার
- আপডেট টাইম : November, 14, 2017, 10:08 am
- 985 বার
কুষ্টিয়ার মিরপুরে কথিত ধর্ষণ মামলায় এক তৃতীয় শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই ছাত্রের বয়স ১০ বছর। সে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মামলা সূত্র থেকে জানা যায়, একই বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রীকে (৬) চলতি বছরের ১০ অক্টোবর ওই ছাত্র জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে পুলিশ ধর্ষণের অভিযোগে ওই ছাত্রকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সূত্র: ইত্তেফাক
আরো খবর
Leave a Reply