নোমান আহমদ, বারহাল সংবাদদাতা:: শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ শেষে বিকেলে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ৮ জন প্রার্থীর মধ্যে স্কুল শাখায় ২ জন অভিভাবক প্রতিনিধি ও কলেজ শাখায় ২ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন ।
প্রাপ্ত ফলাফল অনুসারে কলেজ শাখার নির্বাচিত প্রতিনিধিরা হলেন কাজী মাহমদ আলী প্রাপ্ত ভোট (৪৬), মো. বুরহান উদ্দিন চৌধুরী প্রাপ্ত ভোট (৪৫), স্কুল শাখার নির্বাচিত প্রতিনিধিরা ফলাফল অনুসারে হলেন মৌলানা কমর উদ্দিন প্রাপ্ত ভোট (১৪৪), ডা. প্রদীপ কুমার দাস প্রাপ্ত ভোট (১২০), বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন ছালিমা ইসলাম চৌধুরী, দাতা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী বেনা, প্রতিষ্ঠাতা সদস্য আলেয়া বেগম চৌধুরী।
Leave a Reply