বর্তমান সময়ে সাইবার অপরাধ, ফেসবুক হ্যাকিং ও অনলাইন প্রতারণা আমাদের দৈনন্দিন জীবনের উদ্বেগজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এমন এক চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে সিলেট জেলা জকিগঞ্জ উপজেলার এ
ই তরুণ এগিয়ে এসেছেন ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় এক উদ্যোগ নিয়ে।
এই তরুণ মূলত কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেবার মধ্যে রয়েছে—হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, রিপোর্টের কারণে বন্ধ হওয়া পেইজ রিকভারি, ফেক আইডি শনাক্ত ওপ্রতিরোধ, অনলাইন প্রতারণা রোধ, পেইজ ভেরিফিকেশনে সহায়তা ইত্যাদি।
রেজাউল হোসেন রনি বলেন “প্রতিদিন অসংখ্য মানুষ সাইবার নিরাপত্তাজনিত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। ইতোমধ্যে অনেক ব্যবহারকারী আমাদের সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।সবাইকে নিজ নিজ নিরাপত্তার বিষয়ে জানাতে পারাটাই আমার সবচেয়ে
বড় অর্জন মনে করি।”
তিনি আরও জানান, “অনেক মানুষ বুঝে না বুঝে অনলাইনে এমন কিছু করে বসে
যা তাদের ক্ষতির মুখে ফেলে দেয়। বিশেষ করে নারীরা এই ঝুঁকিতে বেশি থাকে। তাই চাই সকলে নিজের ডিজিটাল উপস্থিতি সম্পর্কে সচেতন হোক।”
প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হলে এই ধরনের উদ্যোগই ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে দেয়—আর সেই ভিত্তির অংশ হিসেবেই ধীরে ধীরে পরিচিত হচ্ছেন “Rezaul Hussain Rony”
নিজের এলাকায় সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন জেলার মানুষকে সেবা দিচ্ছেন। ভবিষ্যতে এই সেবাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন “Rezaul Hussain Rony”।
এই তরুণের এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের ডিজিটাল নিরাপত্তা খাতে এক গুরুত্বপূর্ণ সংযোজন। একই সঙ্গে এটি তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করবে এবং একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে
Leave a Reply