১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য ‘মেসেঞ্জার কিডস’ অ্যাপ উন্মুক্ত করেছে ফেইসবুক। অ্যাপটি কাজে লাগিয়ে অভিভাবকদের অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে বার্তা, ভিডিও, স্টিকারসহ জিআইএফ ছবিও বিনিময় করা যাবে।
এত দিন ১৩ বছরের কম বয়সী শিশুদের ফেইসবুক ব্যবহারের নিষেধাজ্ঞা থাকলেও গোপনে অনেক শিশু ফেইসবুক ব্যবহার করছিল। বিষয়টি মাথায় রেখেই শিশুদের জন্য আলাদা অ্যাপ চালু করেছে ফেইসবুক। অ্যাপটি মূলত ফেইসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার’-এর শিশুদের উপযোগী নতুন সংস্করণ। অ্যাপটিতে বেশ কঠোরভাবে অভিভাবকদের নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা হয়েছে। আর তাই অ্যাপটি ডাউনলোড করলেই সরাসরি ব্যবহার করা যাবে না। কেবল অভিভাবকদের ফেইসবুক অ্যাকাউন্টের লিংক যুক্ত করে ব্যবহার করা যাবে অ্যাপটি। শুধু তা-ই নয়, অভিভাবকদের নির্বাচিত বন্ধুরা ছাড়া অন্য কারো সঙ্গে বার্তা বা ভিডিও বিনময় করা যাবে না। ফলে শিশুদের অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখার সুযোগ মিলবে। প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাবে অ্যাপটি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল
Leave a Reply