নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম দেওয়ার পাশাপাশি পুরুষদেরও বিনামূল্যে ২০ লাখ সিম দেবে টেলিটক।
রোববার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান মিলনায়তনে টাঙ্গাইল জেলা আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা নারীদের বিনামূল্যে ২০ লাখ ‘অপরাজিতা’ সিম দেওয়ার ঘোষণার পর অনেক পুরুষ মন্তব্য করেছেন, ‘আমরা কী দোষ করেছি’? তাদের বলতে চাই, আমরা পুরুষদেরও বিনামূল্যে ২০ লাখ সিম দেবো।
এ সময় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফোরজি সুবিধা চালু করারও ঘোষণা দেন তারানা হালিম।
ঢাকা বারের সিনিয়র আইনজীবী আমিনুল গণী টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান ও অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
এছাড়াও টাঙ্গাইল জেলা সর্বস্তরের আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply