নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাস পরিস্থিতিতে জকিগঞ্জে শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার করেছে। এ কারণে পুরো উপজেলা ফাঁকা হয়ে যায়। কোথাও কোন ধরনের যানচলাচল করতে দেখা যায়নি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সেনাসদস্যরা কাজ করে যাচ্ছেন। শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি গাড়িতে চড়ে কয়েকজন সদস্য প্রতিটি এলাকায় টহল দেন। এ সময় জকিগঞ্জ থানার উপ পরিদর্শক শাহেদের নেতৃত্ব জকিগঞ্জ থানা পুলিশের সদস্যরাও ছিলেন।
টহলকালে সেনা সদস্যরা মাইকিং করে, মাস্ক বিতরণ এবং বাইরে অবস্থানরত লোকদের ঘরে ফিরে যাওয়ার জন্য তাগিদ দেন। সীমিত করা হয় অপ্রয়োজনীয়ভাবে সাধারণ মানুষের চলাচল। রাস্তাঘাটসহ যে কোনো জায়গায় বেশি লোকজন যাতে সমবেত না হতে পারে, সামাজিক দূরত্ব মেনে চলাফেরা এবং সরকারি নির্দেশনাসমূহ মেনে চলতে সেনাবাহিনী ভূমিকা পালন করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জকিগঞ্জ টুডেকে জানান, ‘করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশের মতো জকিগঞ্জেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। করোনাভাইরাস সম্পর্কে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ নানা সংস্থা কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে যে যার অবস্থান থেকে সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে হবে এবং নিরাপদ রাখতে হবে।’ টহলকালে অপ্রয়োজনে ঘুরাফেরার দায়ে এক জনকে ৫শ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply