জকিগঞ্জে ডা. আব্দুল মতিন ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জকিগঞ্জে শষ্যকুড়ি গ্রামের আলহাজ্ব ডা. আব্দুল মতিন ট্রাস্ট। সোমবার সকাল ১০ টায় শষ্যকুড়ি গ্রামের আড়াই শতাধিক পরিবারের ঘরে ঘরে ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, দুই কেজি আলু, ১ লিটার তেল ও একটি সাবান ছিলো।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে ও কো চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবার, প্রবাসী আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, ছাত্রলীগ নেতা তানিম আহমদ প্রমূখ।

ট্রাস্টের কো চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ জানান, মানুষের যেকোন ক্লান্তিলগ্নে ডা. আব্দুল মতিন ট্রাস্ট অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বর্তমানেও মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শষ্যকুড়ি গ্রামের আড়াই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। মানবতার কল্যাণে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার আব্দুল মতিন তাঁর বিলেত প্রবাসী ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, অতীতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। যতটুকু সম্ভব হয়েছে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও দেশের যেকোন দূর্যোগে অসহায় মানুষের পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর