করোনা ভাইরাস: জকিগঞ্জে মহিলাসহ ৩জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জকিগঞ্জে মহিলাসহ ৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে (নিজ বাড়িতে পর্যবেক্ষণে) রাখা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছলে কর্মরত চিকিৎসক তাদেরকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখেন।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টেইনে একজন মহিলাসহ দুজন পুরুষ রয়েছেন। তারা প্রবাস ফেরত। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনও কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। তারপরও অন্তত ১৪ দিন তারা বাড়ির বাইরে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে হোম কোয়ারেন্টাইনে থাকাদের নাম প্রকাশ করেননি তিনি।

তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকলেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। সচেতনতা বৃদ্ধি করলেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর