জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ সমাপ্ত

জকিগঞ্জ টুডে ডেস্ক:: ‘তুমিই জিতবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম বারের মতো “স্পেশাল হেল্প ফর প্রাইমারি জব” জকিগঞ্জ আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য তিন মাসের প্রশিক্ষণ শুক্রবার সমাপ্ত হয়েছে।

এ উপলক্ষে ঐদিন সকালে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় স্পেশাল হেল্পের সহকারি পরিচালক মুসলেহ উদ্দিন সুহেলের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক আল মামুন এবং প্রশিক্ষক প্রভাষক বদরুল আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, প্রধান আলোচক ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, পজীপ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, জকিগঞ্জ আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ কাজী হিফজুর রহমান। বক্তব্য দেন অভিভাবক আব্দুল গণি, প্রশিক্ষক তৈয়বুর রহমান, শিক্ষক ফদ্বলুর রহমান, স্পেশাল হেল্পের সদস্য আব্দুল হান্নান রুবেল, মেহেদী হেলাল, প্রশিক্ষণার্থী ইয়াসমিন রহমান নওরিন, শামীম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক প্রদীপ দত্ত, প্রভাষক আহমদ হোসেন, মাসুদ তরফদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক কবির আহমদ, প্রভাষক হাবিবুর রহমান শাহান, শিক্ষক সিরাজুল ইসলাম, নজরুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

তিন মাস ব্যাপী এ প্রশিক্ষণে জকিগঞ্জের শতাধিক চাকরি প্রার্থী অংশ নেন। ৬০টি ক্লাস, ৪৫টি ক্লাস টেস্ট ও চারটি মডেল টেস্ট গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সেরা ১০জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা জকিগঞ্জে জেলা শহরের মতো প্রশিক্ষণের আয়োজন করায় অতিথিবৃন্দ স্পেশাল হেল্পের সংগঠকদের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, ২০০৮ সালে জকিগঞ্জের তৎকালীন ইউএনও আব্দুল হাই আল মাহমুদের পরামর্শ ও সহযোগিতায় স্পেশাল হেল্পের কার্যক্রম শুরু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর