জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলোগ্রামের এক প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ীর লোকজন জানান, মঙ্গলবার গভীর রাতে ২০-২২ জনের একটি সশস্ত্র ডাকাতদল বারিন্দার কলারসিপল গেইট ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে বেঁধে রেখে কক্ষ তছনছ করে নগদ ১০লক্ষ টাকা, ১৮ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেটসহ প্রায় ৩০লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার মো: মোস্তাক সরকার ও জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, প্রবাসীর পরিবারের লোকজন নগদ টাকাসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি হয়েছে বলে জানিয়েছে। তবে এমন কথার বাস্তবতা কতটুকু তা পরিষ্কার নয়। ঘরে এত টাকার রাখার বিষয়ে পরিবারের লোকজনকে প্রশ্ন করা হলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। থানায় অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply