জকিগঞ্জ টুডে ডেস্ক:: সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলোগ্রামের দিনমজুর ইসলাম উদ্দিনের মেয়ে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী রুবি বেগমের চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ ৫ হাজার টাকার চেক প্রদান করেছেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেয়ের বাবা ইসলাম উদ্দিনের হাতে এ চেক তুলে দেন নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান ও সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী অশিত রঞ্জন দাস।
উল্লেখ্য, প্রায় মাসদিন আগে স্কুল ছাত্রী রুবি বেগম শাহগলী বাসষ্টেশনে একটি নোহা গাড়ীর ধাক্কায় গুরুত্বর আহত হয়। ঘটনাটি এ প্রতিবেদক পত্রিকায় এবং ফেসবুকে প্রচার করলে ইউএনও দৃষ্টিগোচর হয়। পরে তিনি এ অনুদান প্রদান করেন।
Leave a Reply