এমসি কলেজ সংবাদদাতা:: সিলেটের এমসি কলেজে ২০১৮-১৯ সেশনের ভর্তি হওয়া সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক(সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের সোমবার বরণ করে নিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া প্রায় দুই শতাধিক নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে মনোমুগ্ধকর ও জমকালো নবীন বরন অনুষ্ঠানের। কলেজের নতুনদের বরণ করতে ভিন্ন ভিন্ন কারুকাজে সজ্জিত হয়েছিল ক্যাম্পাস। নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত হয়েছিল কলেজটি।
অনুষ্ঠানে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি হয়। নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তুতিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান পান্না রাণী রায়, বর্তমান বিভাগীয় প্রধান মো. হাবিবুর রহমান, মাজহারুল ইসলাম প্রমুখ।
নবাগত শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য অভিমত ব্যক্ত করে নুর হোসেন ও পিয়াক জাহান প্রিয়া। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবাগত ছাত্রছাত্রীদের হাতে একটি কলম ও ফাইল তুলে দেন।
Leave a Reply