জকিগঞ্জ টুডে ডেস্ক:: জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম মোমেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। লেখাপড়ায় আগ্রহী করতে সরকার শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তুক পৌছে দিয়েছে। শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীগণ শিক্ষার উন্নয়নে এগিয়ে এলে অচিরেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন শাহবাগ স্কুল এন্ড কলেজের যে কোন ধরনের প্রয়োজনে আমি সার্বিক সহযোগিতা করে যাব। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন চান, তিনি দেশ তথা জাতির পরিবর্তন চান। তিনি চান আমরা সভ্যই সু-শিক্ষিত বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সবদিকে নজর আছে। শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষার মান উন্নয়নসহ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সোমবার দুপুরে জকিগঞ্জের বারহাল ইউপির শাহবাগ স্কুল এন্ড কলেজের জহিরুল ইসলাম ভবন, ডিজিটাল ল্যাব উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজসেবী মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন জহরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল অব: আব্দুস সালাম, ক্রিকেট বোর্ডের পরিচালক ও উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মবু, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য নারী নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, ইন্টারন্যাশনাল কলেজের সাবেক ডীন আব্দুল মতিন, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম ডালিম, খসরুল ইসলাম, কমর উদ্দিন, ইউপি আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান, হাসান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান ও মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠান শুরু আগে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জহিরুল ইসলাম ভবন ও ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন।
Leave a Reply