জকিগঞ্জ টুডে ডেস্ক:: জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি যুব সংস্থার উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২ টা থেকে মধ্যরাত পর্যন্ত মাইজকান্দি বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
দুটি অধিবেশনে মাহফিলে সভাপতিত্ব করবেন মুনশীবাজার মাদরাসা মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুকদ্দছ আলী ও জামেয়া দুরুস সুন্নাহ লামারগ্রাম মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা আব্দুল গফ্ফার রায়পুরী।
ক্বিয়ামতের বিভীষিকা’র বিষয়ের উপর প্রধান অতিথির নসিহত পেশ করবেন ওলি ইবনে ওলি আল্লামা মুফতি ওলিউর রহমান বর্ণভী। গান বাজনার কুফল বিষয়ের উপর বিশেষ অতিথির বয়ান পেশ করবেন মাওলানা নজমুদ্দিন কাসমী, ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ বিষয় নিয়ে আলোচনা করবেন মাওলানা কাওছার আহমদ হাসানী বি-বাড়িয়া, উম্মাহের কল্যাণে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন মাওলানা সালেহ নজীব আল আয়ূবী-সিলেট, পিতা মাতা ও প্রতিবেশীর হক্ব নিয়ে আলোচনা করবেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান, শানে সাহাব বিষয়ের উপর নসিহত রাখবেন মাওলানা আব্দুল মোমিন ছাতকী, যাকাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবেন জামেয়া লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ফরিদ উদ্দিন, সালাতের বিধানের উপর আলোচনা করবেন মুফতি সোলাইমান আহমদ হুজাইফা-সিলেট। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন ফয়েজ আহমদ শাহরুখ।
মহতী এ মাহফিল বাস্তবায়ন করতে আয়োজক কমিটির মাওলানা সাহিদুর রহমান সকলের উপস্থিতি ও একান্ত সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply