জকিগঞ্জ টুডে ডেস্ক:: মহানবী হযরত মুহাম্মদ সা.কে অনুসরণে মানবজাতির কাঙ্কিত সাফল্য নিহিত রয়েছে। মানবতা যখন ঘোর অমানিশায় নিমজ্জিত ছিল, মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছিল, মানুষ ও চতুষ্পদ জন্তুতে তফাৎ খুজে পাওয়া কঠিন হয়ে পড়ে তখন মহান আল্লাহ তায়ালা মানবতার জন্য রহমত স্বরূপ হযরত মোহাম্মদ সা. কে পৃথিবীতে প্রেরণ করেন। নবী করিম সা. হলেন বিশ্ববাসীর জন্য আদর্শ। ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে মুহাম্মদ সা. অনুসরণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, মানুষের ধর্মীয় নৈতিক উন্নয়ন্ন সাধনে উপমহাদেশে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর অবদান বিরল। প্রকৃত মুমিন হিসাবে তিনি ছিলেন ইনসানে কামিলের এক দৃষ্ঠান্ত। নবীর প্রেম মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করতে তিনি আজীবন প্রচেষ্টা করেছেন। আমাদের উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
শনিবার রাতে বালাউট পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির উদ্যোগে বালাউট ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলা র. এর ঈসালে সাওয়াব মাহফিলে সভাপতির নসিহত পেশকালে প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব এসব কথা বলেন।
মাহফিলে অতিথি হিসেবে বয়ান পেশ করেন, অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী, ভারতের উজানডিহির সায়্যাদি আল হাবিব আল্লামা জুনাইদ আহমদ মাদানী, ভারতের উজানডিহির সায়্যাদি আল হাবিব আল্লামা খালেদ আহমদ মাদানী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রুহুল আমিন খাঁন, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি সায়্যাদি মঈনুদ্দিন আল হুসাইনী, ঢাকা মহানগরী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা মুফতি আবু নছর জিহাদী, বিটিভির ইসলামী আলোচক মাওলানা কবি নুরুল আমীন আমজাদী, মাওলানা সৈয়দ জাকারিয়া আল হোসাইনি, হবিগঞ্জ জেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল মজিদ ফিরোজপুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ-বিয়ারনীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, মাওলানা মুফতি উবায়দুর রহমান বালাউটি, ইছামতি কামিল মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল মজিদ, বাদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম বালাউটি, সুপার মাওলানা আব্দুশ শাকুর, প্রভাষক মাওলানা ইউনুস আহমদ মহব্বতপুরী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, হাফিয মাওলানা আবুল বাইছ আব্দুল্লাহ, সুপার মাওলানা আমির আলী, প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমূখ। মাহফিলে খতমে কোরআন, খতমে খাজেগান ও খতমে দালাইলুল খাইরাত সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply