জকিগঞ্জে বিয়ের মেহেদীর রং হাতে নিয়েই বিষপান: যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জকিগঞ্জে বিয়ের মেহেদীর রং হাতে নিয়েই বিষপান করে এক যুবক মৃত্যু বরণ করেছেন। রবিবার রাতে তার দফন সম্পন্ন করা হয়েছে। মৃত ঐ যুবক চলতি মাসেই বিয়ে করেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসকনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। তিনি জানান, খোজারপাড়া গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আব্দুর রউফ রবই (২৭) চলতি মাসের ৯ তারিখে উপজেলার গোটারগ্রামে বিয়ে করেছিলো। বিয়ের মেহেদীর রং হাতে থাকাবস্থায়ই বৃহস্পতিবার সে নিজ ঘরে বিষ পান করেন। পরে বিষয়টি পরিবারের লোকজন বুজতে পেরে তাকে জকিগঞ্জ সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার বাড়ীতে নিয়ে আসলে ঐদিন রাত ৮টার দিকে সে মৃত্যু বরণ করে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, নতুন বিয়ের পরে কেন সে বিষপান করে মৃত্যু বরণ করলো তা কেউই বলতে পারছেন না।

জকিগঞ্জ থানার এসআই গৌতম জানান, বিষপানে হবু স্বামীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর