জকিগঞ্জ টুডে ডেস্ক:: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেছেন, ইবাদত কবুল হওয়ার জন্য সুদ ও ঘুষ মুক্ত হওয়া আবশ্যক। সুদ ও ঘুষখুরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাদের নামাজ, রোজা, হজ্জ্ব, দান খয়রাত, সবই ভেস্তে যাবে। সুদ মুক্ত ব্যবসার আহবান জানিয়ে তিনি বলেন, প্রচলিত নাজায়েয কাজের লটারীকেও বর্জন করা করতে হবে।
মঙ্গলবার জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে খাদিমুল ক্বোরআন পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে প্রধান অতিথির নসিহতে তিনি এসব কথা বলেন।
পরিষদের প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মুকদ্দছ আলী ও সহ সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ এবং যুগ্ম সম্পাদক মাওলানা ফুযায়েল আহমদের পরিচালানায় মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী। তাফসীর পেশ করেন মাওলানা ইমদাদুল্লাহ, মুফতি আবুল হাসানসহ বিভিন্ন আলেমগন।
Leave a Reply