জকিগঞ্জের সংবাদিকদের সাথে ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার মতবিনিময়

জকিগঞ্জ টুডে ডেস্ক:: বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কালিগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংস্থার আহবায়ক ইফজাল আহমদ চৌধুরী, আজীবন সদস্য জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ ছদরুল আলম চৌধুরী লিমন, সদস্য শাহীন তালুকদার, আব্দুল ওহাব বিলাল, আলমগীর আলম, কয়েছ আহমদ, নাজিম উদ্দিন, মাজহারুল ইসলাম, কাজী সুমন আহমদ, ছাত্রনেতা মোস্তুফা উদ্দিন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ নিউজের সম্পাদক ও কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি এম. আব্দুল্লাহ আল মামুন, সমকাল পত্রিকার প্রতিনিধি শ্রীকান্ত পাল, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টুডের সম্পাদক ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি আল হাছিব তাপাদার প্রমূখ।

মতবিনিময় সভায় সংস্থার সদস্যবৃন্দ জানান, শনিবার অনুষ্টিতব্য অভিষেক অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, মেধাবী শিক্ষাথীদের মধ্যে বৃত্তি বিতরণ, মসজিদ মন্দিরে অনুদান প্রদান ও প্রয়াত গুনী শিক্ষকদের মরনোত্তর সম্মাননা প্রদান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ মজুমদার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, সীমান্তিকের চীপপেট্রন ড. আহমদ আল কবির, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদসহ জকিগঞ্জের বিশিষ্ট গুনীজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরো খবর